প্রকাশিত: Mon, Jul 29, 2024 10:58 AM
আপডেট: Fri, May 16, 2025 12:43 PM

[১]মোবাইল ইন্টারনেট চালু বন্ধ থাকবে ফেসবুক-টিকটক

নাহিদ হাসান: [২] কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল ৩টা থেকে সারাদেশে এ সেবা চালু করা হয়। 

[৩.১] এর আগে রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেন। 

[৩.২] এসময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। বৈঠকে মোবাইল অপারেটর ছাড়াও মোবাইল ব্যাংকিং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

[৪] জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে ( মেটা ও টিকটক কর্তৃপক্ষ) জানতে চাওয়া হয়েছে। ৩১ জুলাই (বুধবার) ফেসবুক, টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। তাদেরকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক-টিকটকসহ তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনড় থাকবে সরকার।’

[৫] এর আগে প্রতিমন্ত্রী পলক রোববার ৩টায় ফোরজি ইন্টারনেট পুনঃস্থাপনের কথা বললেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত থ্রিজি ইন্টারেনেটের দেখাও মেলেনি। এদিকে, টানা পাঁচদিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। ইন্টারনেট পরিষেবা চালু হলেও খুবই ধীরগতির হওয়ায় ফ্রিল্যান্সার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীরা অস্বস্তিতে রয়েছেন।সম্পাদনা: সমর চক্রবর্তী